বুধবার ১০ আগস্ট ২০২২ - ১৯:৪১
মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

হাওজা / হযরত আবুল ফজল আব্বাস (আঃ)-এর ফোরাত দখলের পর এবং প্রচণ্ড তৃষ্ণার্ত হওয়া সত্ত্বেও পানি না পান করা।

হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

একজন নারীর সুন্দর ইচ্ছা।

তিনি নিজের স্বামী হযরত যোহায়ের কে ইমাম হোসায়েন (আঃ)-এর উপর তাঁর জীবনকে উৎসর্গ করতে পাঠান।

একটি সুন্দর প্রত্যাবর্তন।

হযরত হুর (আঃ)-এর অনুতপ্ত এবং হোসাইনী বাহিনীতে যোগদান।

একটি সুন্দর আনুগত্য।

হযরত আবুল ফজল আব্বাস (আঃ)-এর ফোরাত দখলের পর এবং প্রচণ্ড তৃষ্ণার্ত হওয়া সত্ত্বেও পানি না পান করা।

একটি সুন্দর যুদ্ধ।

হযরত আলী আকবর (আঃ)-এর শত্রুর ওপর ঈগলের ন্যায় আক্রমণ করা।

একজন মায়ের সুন্দর আমল।

হযরত ওহাবের মায়ের দ্বারা তাঁর ছেলের মাথা শত্রুর দিকে নিক্ষেপ করা।

একটি সুন্দর উত্তর।

যুবরাজ হযরত কাসিম (আঃ)-এর মৃত্যু সম্পর্কে প্রশ্নের উত্তরে মধুর থেকেও মিষ্টি বলা।

একটি সুন্দর উপহার।

হযরত জয়নব (সাঃআঃ)-এর দ্বারা তাঁর দুই সন্তানকে নিজের ভাইয়ের জন্য উৎসর্গ করা।

একটি সুন্দর নামায।

আশুরার দিন তীর বর্ষণের অবস্থায় যোহরের নামায।

একটি সুন্দর কুরবানী।

হযরত আবদুল্লাহ ইবনে হাসান (আঃ)-এর দ্বারা তাঁর চাচা ইমাম হোসায়েন (আঃ)-কে নিজের হাত কাটিয়ে প্রতিরক্ষা করা।

এক মিষ্টি বক্তব্য।

অত্যাচারীদের রাজপ্রাসাদে শত্রুর মাঝে ইমাম সাজ্জাদ (আঃ) ও হযরত জয়নব (আঃফাঃ)-এর ভাষণ।

উল্লেখিত সব সুন্দর আমলের মধ্যে সবচেয়ে সুন্দর বাক্যটি হল, যা ইয়াজিদের তিরস্কারপূর্ণ প্রশ্নবাণে, কারবালার সিংহ-হৃদয় রমণী হযরত জয়নব (সাঃআঃ) বর্ণনা করেছিলেন :

ما رأيتُ إلّٰا جميلاً»

"আমি কারবালায় সৌন্দর্য ছাড়া কিছুই দেখিনি।

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আ'লে মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম ওয়াহ শুরনা মাআহুম ওয়াল আন আদুওয়াহুম।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha